Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
পরিচয়পত্র হারিয়ে গেলে
Details

আপনার জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে কী করবেন? 

ধাপ-১ঃ নিকটস্থ থানায় গিয়ে জিডি করবেন। 

ধাপ-২ঃ সোনালী ব্যাংক এ ফি বাবদ 230 টাকা নির্দিষ্ট কোডে জমা দিবেন। 

ধাপ-৩ঃ জাতীয় পরিচয়তপ্র হারানো আবেদন ফরম-৬ পূরণ করবেন

ধাপ-৪ঃ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি থাকলে সাথে জমা দিবেন

[বিঃদ্রঃ থানায় জিডি করার ক্ষেত্রে এনআইডি নম্বর বা ভোটার নম্বর দিয়ে জিডি করবেন । জাতীয় পরিচয়পত্র নম্বর না থাকলে উপজেলা নির্বাচন অফিস, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ কার্যালয় থেকে ভোটার তালিকা হতে ভোটার নম্বর সংগ্রহ করবেন।